প্রকাশিত: Fri, Dec 29, 2023 8:05 PM
আপডেট: Wed, Jul 2, 2025 3:49 AM

[১]রংপুর সিটি প্রেসক্লাবে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

মোস্তাফিজার বাবলু, রংপুর :[২] শুক্রবার সন্ধায়  ক্লাব মিলনায়তনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

[৩] মোনাজাতউদ্দিনের জীবনকর্ম নিয়ে সিটি প্রেসক্লাব রংপুৃরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন ক্লাব সহ-সভাপতি এস এম খলিল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দৈনিক বাংলার পত্রিকার জেলা প্রতিনিধি মীর আনোয়ার আলী  মিঠু মিয়া।

[৪] পরে মোনাজাতউদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন এস এম শহীদুল আলম। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, সদস্য শাহ নেওয়াজ জনি, আরমানুল হক, শাহ আলম, নুর মোহাম্মদসহ অন্যান্য সদস্য।